Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: 8ইংরেজি নববর্ষের রাতে বেঙ্গালুরুতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বাদ নেই বলিউডও। অক্ষয় কুমারের পর এ বার মুখ খুললেন অনুষ্কা শর্মা। এই ঘটনা নিয়ে টুইটে তার মন্তব্য জানান।

নায়িকা টুইট করলেন, ‘’আমি অবাক। সে দিন যারা দাঁড়িয়ে দেখছিলেন তারা কেউ কেন এগিয়ে এলেন না? এটা তো শুধু ওই ছেলেগুলোর দোষ নয়। দোষ গোটা সমাজের। আপনার সন্তানকে মহিলাদের সম্মান করতে শেখান। নিজের ছেলেকে জানোয়ার হয়ে উঠতে দেবেন না।”
এই প্রতিবাদে অনুষ্কা পাশে পেয়েছেন বিরাট কোহলিকেও। টুইটারে ওই ঘটনার নিন্দা করে ভিডিও পোস্ট করেছেন কোহলি। তিনি বলেন, ‘’ওদের পুরুষ বলার কোনও অধিকারই নেই।”
বিরাটের প্রশ্ন, ‘’এটা আপনার পরিবারের কারও সঙ্গে হলে কী করতেন? দাঁড়িয়ে দেখতেন, নাকি সাহায্য করতে এগিয়ে যেতেন? শুধুমাত্র ছোট পোশাক পরেছিল বলে মেয়েটির সঙ্গে এমন হল? এটা তো ওর জীবন, ওর সিদ্ধান্ত। আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। ছেলে-মেয়েকে সমানভাবে দেখতে হবে। এই সমাজে থাকি বলে তো আমার লজ্জা করছে।”