Mon. Sep 22nd, 2025
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: 2ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলাধীন ‘‘রানীশংকৈল কলেজ’’ ২য় বর্ষের অনার্স পরীক্ষার শনিবার ইংরেজী ২য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। এই সময় ছাত্র-ছাত্রীদের কুয়াশা ও প্রচন্ড শীতে ৭ জানুয়ারী সকালে শিক্ষার্থীদের সকালে রানীশংকৈল কলেজে ইংরেজী ২য় বর্ষের পরীক্ষা দিতে দেখা গেছে। এদিকে মেঘ বুড়ি উত্তরবঙ্গের এলাকায় সাদা কুয়াশার চাদর মুড়ে সবাইকে ঠান্ডায় কাবু করে রেখেছে। আশেপাশের লোকজনকে আগুন পোহাতে দেখা যায়। তাইতো একজন প্রত্যক্ষদর্শী বলেন এবার চাপা ঠান্ডা ও কুয়াছায় জনজীবন বিপর্যস্ত। অনার্সের প্রভাষক কামাল হোসেন বলেন, অনার্সে ১০টি বিষয়ে প্রায় ৩৫ জন শিক্ষক আছে। কলেজটির অনার্সের পড়ালেখা সহ গুণগত মান অত্যন্ত ভাল। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ১৯৯ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। কলেজটিতে বাংলা, অর্থনীতি, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ইতিহাস, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, দর্শন, ইংরেজী বিষয় রয়েছে। এসব বিষয়ে এলাকার ছাত্র-ছাত্রীরা বাড়িতে থেকে অধ্যয়ন করতে পারছে সহজেই বলে মন্তব্য করেন একজন অভিভাবক।।