Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: 26সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড অফিস, বাসা বা ফ্রিল্যান্সিং-এর প্রায় সকল ধরনের কাজের উপযোগী সিস্টেমআই ইকো ওয়ান পিসিটির কনফিগারেশন প্রসেসর ইন্টেল কোর টু ডুয়ো ২.২০ গিগাহার্জ, র‌্যাম ২ জিবি, হার্ডডিস্ক ১৬০ জিবি ও মনিটর এলইডি ১৭ ইঞ্চি মনিটরসহ মাত্র ৯,৯৯৯ টাকায় একটি ডেস্কটপ পিসি প্যাকেজ বাজারে ছেড়েছে।

সাথে ৩ বছরের বিক্রয় সেবা ও ১ বছরের পণ্য ওয়ারেন্টি।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সুলভ মূল্যে সবার হাতে কম্পিউটার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্যাকেজটি করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ইকো ওয়ান পিসির ওয়ারেন্টি ক্লেইম একদিনে নিস্পত্তি করা হবে।’ সরাসরি ক্রয়ের পাশাপাশি অনলাইনে অর্ডার করেও ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে পিসিটি পাওয়া যাবে।