Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: 88গত অর্থবছরে আর্থিকখাতে সবচেয়ে সমস্যাগ্রস্ত ছিল ব্যাংকিং খাত। এই খাতে বিপুল পরিমাণে অলস তারল্য জমা হওয়ার পাশাপাশি বেড়েছে কু-ঋণ, হয়েছে বড় বড় কেলেংকারি।

ঘটেছে রিজার্ভ চুরির মতো ঘটনা। এ অবস্থায় আগামী দিনও ব্যাংকিং খাতের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করে সেন্টার পর পলিসি ডায়ালগ-সিপিডি।
শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত অর্থবছরের ৬ মাসের পর্যালোচনা নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন সংগঠনের সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি আরও বলেন, বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তব সম্মত নয়। ধারণা করা হচ্ছে, এ বছরও ৪০ হাজার কোটি টাকার মতো ঘাটতি থাকবে।
এসব সমস্যা কাটিয়ে উঠতে দেবপ্রিয় চারটি সুপারিশ করেন।
এগুলোর মধ্যে রয়েছে, ব্যাংকিং খাত সংস্কারে কমিশন গঠন, সরকারি বিনিয়োগের গুণগত মান বাড়ানো, স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কার এবং আগের বছরের সংশোধিত লক্ষ্যমাত্রাকে মানদণ্ড ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পরিবর্তন আনা।