Mon. Oct 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: 17এক যুবকের কাছ থেকে ঘুষ না পেয়ে থানায় ঝুলিয়ে উল্টো করে নির্যাতন করার ঘটনায় যশোরের দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ঘটনায় জড়িত থাকায় এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমানকে আগামী ২৫ জানুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নির্যাতন করার কারণ ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
সেইসঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে এক মাসের মধ্যে পুলিশ সুপারকে (এসপিকে) প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এ তথ্য জানান ওই বেঞ্চের ডিপুর্টি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।