খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাত্রা বাড়ছে দ্রুততার সাথে। ইন্টারনেট ব্যবহারের মাত্রা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের প্রবনতাও। প্রযুক্তি ব্যবহারের যেমন সু-ফল আছে তেমনি এর কু-ফলের মাত্রাও কম নয়। প্রযুক্তি ব্যবহারের কু-ফল কমিয়ে আনার জন্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের যৌন হয়রানি বন্ধ এবং হয়রানির শিকার নারীদের সহযোগীতার জন্য ৬০ জন দক্ষ ফেজবুক ইউজারকে নিয়ে বরগুনায় শুরু হয়েছে দু’দিন ব্যাপী ’ইয়োথ ক্যাম্প’।
রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ইয়োথ ক্যাম্পের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে এবং কানাডিয়ান হাই কমিশনের সহযোগীতায় আয়োজিত আয়োজিত ইয়োথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রশীদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, জাগোনরীর সভানেত্রী হামিদা বেগম, প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমুখ। ক্যাম্পে বরিশাল বিভাগের ছয় জেলার ১০ জন করে মোট ৬০ জন দক্ষ ফেজবুক ইউজার অংশগ্রহণ করেছেন।