খোলা বাজার২৪, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি যুদ্ধে উর্ত্তীণ তৃতীয় শ্রেণির ছাত্রদের বরণ ও অভিবাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিতে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শ্রী মহন্ত কুমার রায় ও সহকারী প্রধান র্শিক্ষক (দিবা) রেহেনা বেগম। অবিভাবক দবিরুল ইসলাম, মজিবর রহমান খাঁন, ফিরোজ আমিন সরকার ও মিসেস আল হামরা সুমি নবাগত ছাত্র সালমান ফারসী। অনুষ্ঠানে বিদ্যালয়ে লিখিত নিয়ম কানুন অবহিত করেন সহকারী শিক্ষক কিশোর কুমার ঝাঁ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মাহামুদুন নবী রাজা। সরকারী শিক্ষক বিশ^নাথের পরিচালনায় সাংস্ককৃতি অনুষ্ঠানে অংশ নেন আকিব, রঙ্গ, সাজ্জাদ, আলাভী, মাহির মাফিন, অঙ্কার, স্বপ্নীল, আসাদ, ও মুনতাসির। পরে তৃতীয় শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের হাতে শ্রেণী শিক্ষক নতুন বই তুলে দেন ও স্কুলের পুরাতন ছাত্রবৃন্দু নবাগতদের রজনীগন্ধা ফুল ও লাল নীল ফিতা দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বরাবরে এ কাজ করে থাকেন এতে উৎসাহিত হন নবাগত ছাত্র ও অবিভাবকরা। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগত তৃতীয় শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীরা এ ধরণে বরণ কবে পাবে বলে প্রশ্ন রাখেন ছাত্রীসহ অবিভাবকরা।