Wed. Sep 17th, 2025
Advertisements

15খোলা বাজার২৪, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭: সংস্থার বিক্রিতে ধাক্কা। যার নির্যাস, সিইও-র বেতনে কোপ। এই আর্থিক বছরে অ্যাপেল-এর বিক্রি কমেছে। বিশ্বের অন্যতম বৃহৎ‍ এই তথ্যপ্রযুক্তি সংস্থার গত ১৫ বছরে এই প্রথম বিক্রি কমল। তাই একলাফে ১৫ শতাংশ ছেঁটে দেওয়া হল খোদ সিইও টিম কুকের বেতন।
সংস্থার হিসেবে দেখা গিয়েছে, গত আর্থিক বছরে টিম কুককে ১.০৩ কোটি মার্কিন ডলার দিয়েছিল অ্যাপেল। এবারে তা কমে হয়েছে ৮৭ লক্ষ মার্কিন ডলার। শুধু সিইও-রই নয়, বেতনে কোপ পড়েছে অন্যান্য উচ্চপদস্থ কর্তাদেরও। দেখা যাচ্ছে, অ্যাপেল-এর রেভিনিউ কমেছে ৮ শতাংশ। কার্যকরী মুনাফা কমেছে ১৬ শতাংশ। দেখা গিয়েছে, বিক্রি কমেছে আইফোনের।
২০০১ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম লাভের পরিমাণ কমল অ্যাপেল-এর। এর আগে ২০০১ সালে অ্যাপেল-এর প্রয়াত কর্ণধার স্টিভ জোবসের আইপড বাজারে আনার আগের বছর কমেছিল মুনাফা।