Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: 9জামাতা জ্যারেড কুশনারকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইটহাউসে তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

৩৫ বছর বয়সী কুশনার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি-নির্ধারণী পর্যায়ে ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন।
নিয়োগের ঘোষণা দিয়ে জামাতার ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি কুশনারকে ‘চমৎকার সম্পদ’ আখ্যায়িত করে প্রশাসনের শীর্ষ নেতৃত্বে আনতে পেরে গর্বিত বলেও জানান। খবর বিবিসির
ট্রাম্প কন্যা ইভানকার স্বামী কুশনার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তবে তার আরও বিভিন্ন ব্যবসা রয়েছে। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের কাছেই কুশনারের বহুতল ভবন রয়েছে।
এছাড়া মাত্র ২৫ বছর বয়সে কুশনার নিউইয়র্ক অবজারভার পত্রিকাটি কিনে নেন।
তবে কুশনারের নিয়োগ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান শিবির থেকেই এ নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
তাদের দাবি, আইন অনুসারে প্রেসিডেন্টের নিকট আত্মীয়ের কেউ হোয়াইটহাউসে নিয়োগ পেতে পারেন না।
এই নিয়োগ ফেডারেল এথিকস আইনের সঙ্গেও সাংঘর্ষিক। কারণ ওই আইন অনুসারে, কোনো ব্যবসা থেকে লভ্যাংশ ভোগকারী ব্যক্তি হোয়াইটহাউসে নিয়োগ পাবেন না।
গত নভম্বেরের নির্বাচনে ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট হন ট্রাম্প। তবে তিনি আগামী ২০ জানুয়ারি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন।