খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭: : গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের অপহরণকৃত এক ছাত্রীকে (২০) উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা সরকারি কলেজ শাখা এই কর্র্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম-আহবায়ক রাহাত মাহমুদ রনি, ছাত্রলীগ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আসিফ সরকার, শিক্ষার্থী লিয়াকত আলী লেলিন, মিল¬াত রহমান, জীবন নাহার সুলতানা, মিশু মিয়া ও অপহরণের শিকার ছাত্রীটির বাবা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে মাসুদ রানা ওই ছাত্রীটিকে উত্যক্ত করে আসছিল। গত ১ জানুয়ারি কলেজে আসার পথে তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় অপহরণের শিকার ছাত্রীটির বাবা গত ৬ জানুয়ারি ফুলছড়ি থানায় বাদি হয়ে একটি অপহরণ মামলা করলে পুলিশ প্রধান আসামি মাসুদ রানাকে গ্রেফতার করলেও অন্যান্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি। এদিকে ১নং আসামি গ্রেফতার হওয়ার পর থেকে তার সহযোগিরা মামলার বাদি ও অপহরণের শিকার ছাত্রীটির পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অতিদ্রুত ছাত্রীটিকে উদ্ধার করে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তরা।