Tue. Sep 23rd, 2025
Advertisements

45খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: গাইবান্ধার-১ আসন সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকান্ডের সাথে যারাই জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বিকেলে ঢাকার বাইরে ১০ম সংসদের ১৫ তম স্বরাষ্ট্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভায় স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এমপির সভাপতিত্বে এই সভায় কমিটির সদস্য ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র সচিব, বিজিবি, র‌্যাব, আনসার ভিডিপি, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিসের ডিজিরা অংশ নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত সাড়ায় জঙ্গিবাদ নিয়ন্ত্রন সম্ভব হয়েছে। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে অতীতের সব সময়ের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভালো।
সভার সভাপতি টিপু মুনশি এমপি বলেন, ঢাকার বাইরে প্রথমবারের সংসদীয় কমিটির সভায় আইন শৃংখলা পরিস্থিতি, জঙ্গিবাদ, সন্ত্রাস-নাশকতা, পাসপোর্ট জটিলতা, আইন শৃংখলা বাহিনীর সক্ষমতা বৃদ্দি ও বিভিন্ন উন্নয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে তিনি দ্রুত সময়ের মধ্যে রংপুরে মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে সংসদীয় কমিটির সভার অংশ হিসাবে রংপুরে আজকের এই সভা, এতে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের মাধ্যমে সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলা করা হবে। পরবর্তীতে ২য় সভা হবে রাজশাহীতে।