Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭: 80 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখা।
গতকাল বিকাল ৩টায় নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।
সভায় সংগঠনের সদস্য সচিব বঙ্গবিপ্লবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক ইকবাল করিম তারেক, শহর যুবলীগের আহবায়ক একরামুল হক বিপ্লব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার যুগ্ম আহিবায়ক কেশব নন্দী প্রমুখ।
আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় শিল্পী ও সমর্থকরা। এ সময় সভাস্থলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চিত্র নায়ক ফারুক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশ গ্রহণ করেন।