Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭:81
ঢাকা সিলেট মহা সড়ক ভূলতা গাউছিয়া রোডে শফিকুর রহমান (২৮) গত শনিবার সকাল ৮ টার সময় নিজ কর্মস্থানে প্রতিদিনের মত ছুটে যাওয়ার সময় বেবি টেক্সি উল্টে গিয়ে তার শরিরের উপরে পড়ে মারাত্বক ভাবে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিওয়া হয়।

সেখান থেকে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দুই দিন থাকার পরে আইসি ও ব্যবস্থা না পাওয়ায় উন্নত চিকিৎসা করার জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল নিয়ে আসা হয়। গত মঙ্গল বার সন্ধার সময় একটি বড় ধরনের অপারেশন করা হয়।

পরে রাত ৯ টার সময় তিনি হাসপাতালে মারা যান। পারিবারিক সূত্রে যানাযায় তিনি দেশের শীর্ষ স্থানীয় গার্মেন্টস প্রতিষ্ঠান ফকির এ্যাপারেলস্ প্লানিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আজ বুধ বার সকাল ৭ টার সময় সানারপাড় বাসষ্ট্যান্ড জামে মসজিদে তার প্রথম জানাযা হয়। পরে নোয়াখালী সেনবাগ কালাইতা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।