Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
                                                                                                খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭:আশরাফুল আলম মিলন, সহকারী শিক্ষক সৃষ্টি শিক্ষা কেন্দ্র, মিরপুর, ঢাকা য়                  প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায়- ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা

১৪। উদ্যোক্তার নিকট পণ্যের কোনটি অনিশ্চিত?
(ক) ক্রয়মূল্য
(খ) বিক্রয় মূল্য
(গ) উৎপাদন ব্যয়
(ঘ) মোট ব্যয়
সঠিক উত্তর : (খ) বিক্রয় মূল্য

১৫। যে ব্যবসায়ের ঝুঁকির সম্ভাবনা কম সে ব্যবসায়ের লাভের সম্ভাবনা কেমন হয়?
(ক) অর্ধেক
(খ) পুরো
(গ) কম
(ঘ) বেশি
সঠিক উত্তর: (গ) কম

১৬। উদ্যোক্তার মনস্তাত্তি্বক বৈশিষ্ট্য?
(ক) ত্যাগী মনোভাব
(খ) স্বাধীনতা
(গ) নেতৃত্ব
(ঘ) আকর্ষণীয় ব্যক্তিত্ব
সঠিক উত্তর: (খ) স্বাধীনতা

১৭। নেতৃত্ব উদ্যোক্তর কোন ধরনের বৈশিষ্ট্য?
(ক) সাধারণ
(খ) অর্থনৈতিক
(গ) মনস্তাত্তি্বক
(ঘ) সামাজিক
সঠিক উত্তর: (ঘ) সামাজিক

১৮। ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে?
(ক) ক্ষতি
(খ) মুনাফা
(গ) ঝুঁকি
(ঘ) অর্থ
সঠিক উত্তর: (ক) ক্ষতি

১৯। ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরনের কাজ?
(ক) আনন্দদায়ক
(খ) ঝুঁকিপূর্ণ
(গ) লাভজনক
(ঘ) অলাভজনক
সঠিক উত্তর: (খ) ঝুঁকিপূর্ণ

২০। রবিউল ব্যবসায় স্থাপন করতে চান। তার ব্যবসায়ে বিদ্যামান-
(ক) মুনাফা
(খ) ঝুঁকি
(গ) সুদ
(ঘ) মূলধন
সঠিক উত্তর: (খ) ঝুঁকি

২১। কর্মজীবনে শক্র থাকলে তাকে কীভাবে জয় করা উচিত?
(ক) শত্রু
(খ) ব্যবসায়ী
(গ) আত্মীয়
(ঘ) বন্ধু
সঠিক উত্তর: (ঘ) বন্ধু
২২। জে.বি.সে-এর সংজ্ঞাটি ক্যানটিলনের প্রদত্ত সংজ্ঞার কিরূপ?
(ক) উন্নত রূপ
(খ) অনুরূপ
(গ) উন্নততর রূপ নয়
(ঘ) পরিবর্তিত রূপ
সঠিক উত্তর: (ক) উন্নত রূপ

২৩। কোনটি উদ্যোক্তার গুণ?
(ক) সাংগঠনিক ক্ষমতা
(খ) শিক্ষা
(গ) ঝুঁকি না নেয়া ক্ষমতা
(ঘ) বয়স
সঠিক উত্তর: (ক) সাংগঠনিক ক্ষমতা

২৪। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে কার?
(ক) বিপণন কর্মীর
(খ) উদ্যোক্তার
(গ) ক্রেতার
(ঘ) বিক্রেতার
সঠিক উত্তর: (খ) উদ্যোক্তার

২৫। কোনটি উন্নত বিশ্বে অগ্রগতির প্রধান কারণ?
(ক) মেধা
(খ) মননশীলতা
(গ) প্রশিক্ষণ
(ঘ) অনুকূল পরিবেশ
সঠিক উত্তর : (ঘ) অনুকূল পরিবেশ

পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন