খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭:জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের জে.এস.সি পরিক্ষায় জি.পি.এ ৫ প্রাপ্ত ৮৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় সুত্রে জানা যায়, বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ ৪ বছর ধরে জে.এস.সি ও এস.এস.সি পরিক্ষায় শতভাগ পাশ করে আসছে এবং উপজেলার শীর্ষ বিদ্যালয়ের স্থানটি দখল করে আছে। বিগত বছর গুলোর মত এবারও জে.এস.সি পরিক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি। এবার ১১৪ জন পরিক্ষায় অংশ গ্রহন করে এর মধ্যে ৮৬ জন জি.পি.এ ৫ পেয়ে উর্ত্তীন হয়েছে এবং বাকি ২৮ জন শিক্ষাথী ৪.৫৫ থেকে ৪.৯৫ পেয়ে উর্ত্তীন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের সভাপতিত্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান সামস উদ্দিন সামস। অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য চান মিয়া চানু, আমিনুর রহমান রিজু, আব্দুস ছালাম, মোঃ আব্দুল হাই, শ্রী মধুসুধন সরকার, হুমায়ুন কবির, নাজমা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুস সাকিব তারেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ, জহুরুল ইসলাম তারা, খলিলুর রহমান, ৫ নং ওর্য়াড মেম্বার মোবারক আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান রুমান।