Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭: imagesনতুন রেকর্ড করলো হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে এই মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে ৬ হাজার ৩০০ কোটি মেসেজ আদান-প্রদান করা হয়েছে। হোয়াটসঅ্যাপের জন্য এটি একটি রেকর্ড বলে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র জানান, ৬ হাজার ৩০০ কোটি মেসেজের মধ্যে ৭৯০ কোটি ছবি, ২৪০ কোটি ভিডিও শেয়ার করা হয়েছে।

গত বছরের এপ্রিল মাসে ফেসবুকের এফ 8 নামের ডেভেলপারদের এক সম্মেলনে জুকারবার্গ বলেছিলেন, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রতিদিন ছয় হাজার কোটি মেসেজ আদান-প্রদান হয়। ২০১৫ সালের জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জন কউম বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতিদিন অনেক মানুষ তিন হাজার কোটি মেসেজ আদান-প্রদান করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল চার হাজার ২০০ কোটি।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী, মেসেজ আদান-প্রদানে দিনে ১ হাজার ৫০০ কোটি মেসেজ পাঠানো হয়। শুধু মাত্র ২০১৪ সালেই মোট চার হাজার কোটি ইনস্ট্যান্ট মেসেজ করত। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে জানা গেছে।