Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭:  25নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করে ওয়েলিংটনের অনার বোর্ডে নাম লেখালেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কিউইদের বিপক্ষে সাকিব আল হাসানের ২১৭ এবং মুশফিকুর রহিমের ১৫৯ রানের সুবাদে চালকের আসনে রয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ৫৪২ রান। এদিন ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েন সাকিব-মুশফিক। নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন সাকিব। আর টেস্টে চতুর্থ শতক হাঁকান মুশফিক।
ডাবল সেঞ্চুরি করে নিজের নাম ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ড্রেসিং রুমের অনার বোর্ডে লেখালেন সাকিব। আর শতক হাঁকিয়ে মুশফিকও নিজের নাম লেখালেন অনার বোর্ডে।
বিভিন্ন মাঠে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের নাম অনার বোর্ডে লেখানোর রীতি রয়েছে। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের নাম অনার বোর্ডে লেখান বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।