Sat. Sep 20th, 2025
Advertisements

পার্বতীপুরে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে শীতবস্ত্র বিতরণখোলা বাজার২৪, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকরামুল হক। নির্বাচনে ৩য় বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মেহের এলাহী (দৈনিক ইত্তেফাক) ও জয়নাল আবেদীন বাবুল (দৈনিক করতোয়া) নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য পদে বিজয়ীরা হলেন-সহ সভাপতি-হাফিজুল ইসলাম(দৈনিক সংগ্রাম), মোকাদ্দেস হায়াত মিলন (দৈনিক সমকাল), কাজী নুরুল ইসলাম (প্রথম আলো), সহ সাধারণ সম্পাদক-দেলোয়ার হোসেন দুলাল (ভোরের কাগজ) ও বিষ্ণু পদ রায় (দৈনিক আমাদের সময় ও এবিনিউজ২৪ডটকম), অর্থ সম্পাদক বুলবুল আহম্মেদ (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন (মানবজমিন), দপ্তর সম্পাদক মনসুর আলী (দৈনিক খবরপত্র), ক্রীড়া সম্পাদক জাকির হোসেন(বাংলার আলো), সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা সম্পাদক আমিনুর রহমান হৃদয়(আলোকিত বাংলাদেশ), নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ (তৃতীয় মাত্রা),সাজেদুর রহমান সাজু (এসেন্স বার্তা) ও সোহরাব আলী (দিনাজপুরের কাগজ)।