Sun. Sep 21st, 2025
Advertisements

1খোলা বাজার২৪, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ৩০ জন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের গৌরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।