Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: 18বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার সকালে গুলশানের বাসা আখেরি মোনাজাতে সামিল হন তিনি। এসময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও মোনাজাতে অংশ নেন।
রোববার সকাল ১১টায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৩৬ মিনিটের এ মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু করেন তিনি।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর তুরাগ পানে লাখো মুসল্লিদের ঢল নামে।
সমগ্র মানবজাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে রোববার বিশ্ব ইজতেমার শেষ হল প্রথম পর্ব। আগামী শুক্রবার এই তুরাগ তীরেই শুরু হবে এর দ্বিতীয় পর্ব।