খোলা বাজার২৪, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭: চটিতে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করে আবারও বিতর্কের জন্ম দিয়েছে অ্যামাজন। ই-কমার্স জায়ান্টটির বিরুদ্ধে মহাত্মা গান্ধীকে অবমাননার অভিযোগে জোর সমালোচনা চলছে ভারত জুড়ে।
সম্প্রতি অনেকেই গান্ধীর ছবিকে অ্যামাজনের চটিতে ব্যবহারের ছবি ট্যাগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। অ্যামাজন অ্যামেরিকার সাইটে বিক্রি করা হচ্ছে সেই চটি।
চলতি সপ্তাহের শুরুতে অ্যামাজন কানাডার সাইটে ভারতের জাতীয় পতাকার ছবি দেওয়া পাপোশ বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরে কড়া পদক্ষেপ নেন সুষমা স্বরাজ। কানাডার ভারতীয় হাই-কমিশনকে সক্রিয় হতে নির্দেশ দেন তিনি।
ওই সময় তিনি জানান, ভারতবাসীর ভাবাবেগে আঘাত করায় নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অ্যামাজনকে, নইলে ভারতে আসার ভিসা পাবেন না ওই প্রতিষ্ঠানের কর্মীরা।
পরে ওই হুঁশিয়ারিতে পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে আপত্তিকর পাপোশের ছবিটি সাইট থেকে সরিয়ে নেয় অ্যামাজন।