Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭:  25নাটোর শহরের কান্দিভিটুয়া মহল্লা থেকে ১১ মামলার পলাতক আসামী হাসু (২৮)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। হাসু একই মহল্লার আলমের ছেলে। তার বিরুদ্ধে দায়েরকৃত ১১টি মামলার মধ্যে ২টিতে গ্রেফতারী পরোয়ানা ও ১টি নিয়মিত মামলা রয়েছে।
নাটোর র‌্যাব অফিসের কমান্ডার মেজর আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় কান্দিভিটুয়া মহল্লা মোড় এলাকা থেকে হাসুকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল বলে দাবী করেন তিনি।