Wed. Sep 17th, 2025
Advertisements

14খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭: নতুন ফোন আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি জে৭ ২০১৭ এডিশন। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি। এতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন অক্টাকোর ৬২৫ প্রসেসর। এর র‌্যাম ২ জিবি। ফোনটি সাশ্রয়ী দামের।
স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০দ্ধ১২৮০ পিক্সেল। এর বিল্টইন মেমোরি ১৬ জিবি।
ফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটির দরদাম সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।