Tue. Sep 16th, 2025
Advertisements

2kখােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: নাইজেরিয়া ও ক্যামেরুনের সীমান্তবর্তী অঞ্চলের একটি শরণার্থী শিবিরে সে দেশের সেনাবাহিনী ভুলবশত বিমান হামলা করেছে। এতে নিহত হয়েছে অন্তত ৫০ জন। এদের মধ্যে ৬ জন রেডক্রস সদস্য। ১৩ জন স্থানীয় স্বেচ্ছা সেবকসহ অসংখ্য সাধারণ মানুষের আহত খবর জানাচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা এমএসএফ।
নিহত ৬ রেডক্রস সদস্য এবং ১৩ জন স্থানীয় স্বেচ্ছাসেবক র‍্যন শহরে এসেছিলেন অন্তত ২৫ হাজার উদ্বাস্তুর খাবারের সংস্থান করতে। এই খাবার অন্তত পাঁচ সপ্তাহের জন্যে তাদের প্রয়োজন মেটাত।
জানা যায়, ওই অঞ্চলে নাইজেরিয়ার সেনাবাহিনীর সাথে ইসলামি জঙ্গি গোষ্ঠীর লড়াই চলছিলো। পাশাপাশি ওই অঞ্চলে জিঙ্গিদের জড়ো হচ্ছে বলে সে নাইজেরিয়া সরকারের কাছে তথ্য ছিলো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীকে আক্রমণের নির্দেশ দেয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেনাবাহিনী ভুল যায়গায় বিমান আক্রমণ চালায়।
অথচ বোকো হারামের হামলার ভয়ে পালিয়ে বহু মানুষ দেশটির বোর্নো প্রদেশের উত্তরপূর্বের শহর র‍্যন-এ ঐ শিবিরে আশ্রয় নিয়েছিলেন।
সেনাবাহিনীর মুখপাত্র লাকি ইরাবো বলেছেন, বোর্নো’র কোনো এক জায়গায় বোকো হারাম জঙ্গিরা জড়ো হচ্ছে বলে সকালে তার কাছে তথ্য আসে। তিনি বিমান বাহিনীকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। ভুলবশত এই দুর্ঘনটার ঘটে।
অন্যদিকে হতাহতের এই ঘটনায় শোক প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। এই পরিস্থিতিতে সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
ওদিকে দেশটির সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে বলেছে, ভুলবশত হামলায় বেসামরিক জনগণের এতটা ক্ষতি এর আগে কখনো হয়নি। দেশটির সরকারের মুখপাত্র জানিয়েছে সেখানকার প্রশাসন বোর্নো প্রদেশে সবধরনের সহায়তা অব্যাহত রাখবে। সূত্র: বিবিসি বাংলা