Sun. Sep 21st, 2025
Advertisements

12kখােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল ৩ ( ঘাটাইল) আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান রানাকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
এর আগে গত সোমবার আমানুর রহমান খান রানার জামিন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। গত ১১ ডিসেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ এমপি রানার জামিন আবেদন কার্য তালিকা থেকে বাদ দেন। পরে জামিন আবেদনটি শুনানির জন্য নতুন এই বেঞ্চে উপস্থাপন করা হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আমানুর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। পরে আবারও জামিন আবেদন করলে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া তার জামিন নাকচ করে আদেশ দেন।
বিচারিক আদালতে নাকচের পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।