Wed. Sep 17th, 2025
Advertisements

18kখােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: নীলফামারী ডোমার উপজেলর পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দক্ষিন মটুকপুর উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৯১ সালে। এই বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীগণ শিক্ষাথীদের মনোযোগ সহকারে পাঠদান করান। এর ফলে শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল করে আসছে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রতিবছর শতভাগ পাশ করে আসছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভাঙ্গা জরাজীন শ্রেনীকক্ষে গাদাগাদি করে বসে পাঠদান করছে।বিদ্যালয়টি ১৯৯১ সালে স্থাপিত হলেও অন্যান্য বিদ্যালয়ের তুলনায় অবহেলিত অবস্থায় পড়ে আছে। বিদ্যালয়টিতে প্রায় ৪শত শিক্ষার্থী পাঠদান করছে। শিক্ষার্থীরা অনেক কষ্টে রৌদ্র,গরম,বৃষ্টি উপেক্ষা করে ভাঙ্গা শ্রেনী কক্ষে বসে পাঠদানে অমনোযোগী হয়ে পড়ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক বলেন, বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেনী কক্ষ, আসবাব পত্র, দরজা, জানালা ভাঙ্গা, রাতের বেলায় শেনীকক্ষে নেশাখোর দের আড্ডা বসে ও শেনীকক্ষ নোংরা করে ফেলে এতে আমাদের পাঠদানে বিঘ্ন ঘটে। সরকার বিদ্যালয়টির প্রতি একটু সুনজর দিলে উপজেলার মধ্যে শেষ্ঠ হতো বলে অনেক অভিভাবক জানিয়েছেন।