Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭: 40বিবাহ জীবনে তারা ষোলো পেরিয়ে সতেরোয় পা রেখেছেন। তবু, ষোলো কলা যেন পূর্ণ হল না। আর তা নিয়েই আক্ষেপ স্ত্রী টুইঙ্কলের।

অক্ষয় কুমারের সঙ্গে তার বিয়ে হয় ২০০১ সালে। এত বছর পর এমন কথা!
মঙ্গলবার দম্পতির ১৬তম বিবাহবার্ষিকী ছিল। আর সে দিনই টুইট করে এই আক্ষেপের কথা জানালেন রাজেশ-কন্যা। তিনি লিখেছেন, ‘গত ১৬ বছর ধরে আমরা একে অপরকে খুন করার চেষ্টা করে যাচ্ছি এবং এখনও সফল হইনি।’
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, ২০১৫-তে টুইঙ্কলের প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ প্রকাশিত হয়। ডেবিউ লেখিকা হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের রেকর্ড তৈরি করে ‘মিসেস ফানিবোনস’। সর্বাধিক বিক্রিত বইয়ের লেখিকা হিসাবেও স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
বই প্রকাশের পরে তাঁকে অভিনন্দন জানিয়ে অক্ষয় বলেছিলেন, ‘অভিনন্দন। বাড়িতে এ বার আমাকে চুপ করে থাকতে হবে।’ জবাবে টুইঙ্কল মজা করে লিখেছিলেন, ‘আশা করি, এ বার তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করবে। যখনই লিখতে বসব তখনই মোজা খুঁজে পাচ্ছি না, বা ফোন খুঁজে পাচ্ছি না বলে নিশ্চয়ই আর আমাকে বিরক্ত করবে না?’
কাজেই বিবাহবার্ষিকীর সঙ্গে এ ভাবে ‘খুন’-এর মতো বিষয় জুড়ে দেয়ার মতো মজা এই টুইঙ্কলের পক্ষেই সম্ভব।