Thu. Sep 18th, 2025
Advertisements

5kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জে উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যার আসর বসে মঙ্গলবার রাতে। শহরের সার্কিট হাউসে মঙ্গলবার রাত ৮ টায় শুরু হওয়া এই আসর চলে বুধবার ভোর রাত পর্যন্ত। সুরের মুর্ছনায় বিমোহিত মুন্সীগঞ্জ।

সারং সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এই আসরে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন উপমহাদেশের বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীগণ। এদের মধ্যে ছিলেন- ঢাকার বেঙ্গল পরম্পরার গুরু ও ছায়ানটের শিক্ষক এবং আকাশবাণীর (ভারত) শিল্পী অসিত দে, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের ওস্তাদ ইয়াকুব আলী খান ও ইউসুফ আহমেদ খান, ছায়ানট শিক্ষক ও বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের যন্ত্রসঙ্গীত (তবলা) সবুজ আহমেদ, বাংলাদেশ বেতারের যন্ত্রসঙ্গীত (বেহালা) শান্ত আহমেদ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের যন্ত্রসঙ্গীত (বাঁশি) কামরুল আহমেদ ও মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক কন্ঠসঙ্গীত আওলাদ হোসেন।

উচ্চঙ্গ সঙ্গীত সন্ধ্যায় শিল্পীগণ ইমন. সুধ কল্যাণ, মধু মন্তি ও দূর্গ রাগ পরিবেশন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সাংবাদিক ও ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভাপতি তানভীর আলাদিন, মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ড কামান্ডার এম.এ কাদের মোল্লা ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শেখ মোহাম্মদ শিমুল। আয়োজনটির সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি। জেলার সঙ্গীতবোদ্ধাগণ রাতভর এই অনুষ্ঠান উপভোগ করেন। সার্কিট হাউস মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। যা শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে এত শ্রোতার সমাগম ছিল বিস্ময়কর।

শুদ্ধ সঙ্গীত চর্চায় সঙ্গীতের সর্বোৎকৃষ্ট “উচ্চাঙ্গ সঙ্গীত” সাধনায় মনোনিবেশ এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ব্যতিক্রম এই আয়োজনটি করা হয়। সভ্যতার জনপদ মুন্সীগঞ্জে এ ধরনের আয়োজন নতুন মাত্রাযুক্ত করেছে। জঙ্গিসহ নানা অপতৎপরাতা থেকে এই প্রজন্মকে সুরক্ষায় দেশজ সংস্কৃতির বিকল্প নেই বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।