Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭:  47ফের পিপলস চয়েজ অ্যাওয়ার্ড পেলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। খবর এনডিটিভির।
বুধবার লস এঞ্জেলসে মাইক্রোসফট থিয়েটারে প্রিয়াংকার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। মার্কিন টেলিভিশন সিরিয়াল ‘কোয়ান্টিকো’র জন্য এবারের পিপলস চয়েজ অ্যাওয়ার্ড পেলেন নায়িকা।
‘ফেভারিট ড্রামাটিক টিভি অ্যাকট্রেস’ বিভাগে তিনি এই অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন।
গত বছর প্রথমবারের মতো ‘ফেভারিট অ্যাকট্রেস ইন আ নিউ টিভি সিরিজ’ বিভাগে জেতেন এই পুরস্কারটি।
বলিউডের এই অভিনেত্রী বর্তমানে ‘কোয়ান্টিকো’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। অবশ্য কয়েকদিন আগে শুটিং করতে গিয়ে পড়ে যান। পরে তাকে চিকিৎসকরা কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।
‘কোয়ান্টিকো’য় তিনি এফবি আই এজেন্ট অ্যালেক্স প্যারিস হিসেবে অভিনয় করছেন।

টিভি সিরিজ ছাড়াও হলিউড সিনেমা ‘বেওয়াচ’-এ অভিনয় করেছেন প্রিয়াংকা। খুব শিগগিরই মুক্তি পাবে এই সিনেমা।