Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭: 60চট্টগ্রাম ব্যুরো: অনুপ বিশ্বাস বিশ্বাস ১ম বিভাগ ফুটবলে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম খেলায় রাইজিং ষ্টার ক্লাব ০-০ গোলে কল্লোল সংঘের সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।দিনের অপর খেলায় ২-০ গোলে বাকলিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের পথে হাটছে বিসিআইসি।

প্রথম খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন কল্লোল সংঘের লিটন মোল্লা।খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন সোলেমান চৌধুরী।
২য় খেলায় বিসিআইসি ক্রীড়া চক্র ২-০ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে যোগ্যতর দল হিসাবে দাপুটে জয় পেয়েছে। এ জয়ে ৫ খেলা শেষে ১৩ পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।অপরদিকে এটি বাকলিয়ার ১ম পরাজয়।এ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে বাকলিয়ার অবস্থান ২য় স্থানে।
আক্রমন পাল্টা আক্রমনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন খেলার প্রথমার্ধের ৪ মিনিটে বিসিআইসির জমিরের লব থেকে ছোট বক্সের ভিতর থেকে বাকলিয়ার রক্ষনভাগের আমিনের পায়ে লেগে বল জালে প্রবেশ করে। ১-০ গোলে এগিয়ে যায় বিসিআইসি।এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বাকলিয়া ।পাল্টা আক্রমন থেকে ২১ মিনিটে বাকলিয়ার সোহেল বড়–য়া একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নেবার মুহুর্তে বিসিআইসির কিপার আলী অবৈধভাবে ট্যাকেল করলে রেফারী মিরন পেনাল্টির নির্দেশ দেন।পেনাল্টি থেকে সালাউদ্দিনের শট বিসিআইসির কিপার আলী আটকে দিলে সমতায় ফেরা হয়নি বাকলিয়ার।প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে বিসিআইসি।
দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলে বিসিআইসি। শুরুতে জাহিদ বক্সের ভিতর থেকে বাইরে মেরে দেন।১৫ মিনিটে জমিরের পাস থেকে ছোট বক্সে ফাকায় পেয়ে যান জাহিদ।তার নেয়া শটটি আবারো ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়।৪০ মিনিটে আলআমিনের শটে ২-০ গোলে এগিয়ে যায় বিসিআইসি। এরপর আর কোন প্রতিরোধ গড়তে না পারায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিসিআইসি।
এ খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের জমির।খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেস রাজা।