Fri. Sep 19th, 2025
Advertisements

32মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে চলছে যানজট। তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে এই রুটের যাত্রীরা। শুক্রবার সকাল থেকেই মেঘনা গোমতি সেতুর উপর মালামালবহনকারী ট্রাক বিকল হয়ে পড়া, বিশ্ব ইজতেমা ও সাপ্তাহিক ছুটি থাকার কারণে এই রুটে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হলে মেঘনা থেকে ভাটের চর পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো: হাশেম জানান, ছুটির দিন হওয়ায় যাত্রীবাহি যানবাহনের চাপ বেড়ে গেছে। অপরদিকে বিশ্ব ইজতেমায় মুসল্লিরা যাওয়া আসার ফলে প্রচন্ড রকম যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে ভবেরচরের হাইওয়ে পুলিশ কাজ করছে।