Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭: 48নওগাঁ জেলার সুপ্রতিষ্ঠিত নওগাঁ মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটি লিঃ এর ৮ম বার্ষিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নওগাঁ শহরের ভবানীপুর মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটির ডানা র্পাক চত্বরে মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটির সভাপতি এ্যাড: আসাদুজ্জামান আল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটির সম্পাদক এম মাসুদ রানা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটির সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জেসমিন রহমান, শাহিনুর বানু দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সীমা, পল্লী সমাজ উন্নয়ন সংস্থা(আরকো) এর নির্বাহী পরিচালক সজল চৌধুরী, সুরমা মাল্টিপারপাস্ এর সম্পাদক সাদেকুল ইসলাম রনি, মৌসুুমির নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম সহ সংস্থার কর্মকর্তা ও কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতিক অনুষ্ঠান ও উপস্থিত কর্মীদের মধ্যে লটারীর ম্যধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।