Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: 3মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু গুরুতর অসুস্থ। উন্নত চিকিংসার জন্য শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে দুপুরে সিঙ্গাপুর পৌঁছেছেন হারুনার রশিদ খান মুন্নুর বড় মেয়ে আফরোজা খান রিতা।
মুন্নুর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
মুন্নু গ্রুপ অব ইন্ডাসট্রিজের পরিচালক (এইচআর এন্ড অ্যাডমিন) আব্দুল আওয়াল বুলবুল জানান, হারুনার রশিদ খান মুন্নুকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঠানো হয়েছে। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেস ঢাকা এসে পৌঁছায়। সঙ্গে ছিল ওই হাসপাতালের দুই ডাক্তার। তারা ঢাকার স্কয়ার হাসপাতালের ডাক্তারের কাছ থেকে হারুনার রশিদ খান মুন্নুকে রিসিভ করে সিঙ্গাপুরে নিয়ে যান।
হারুনার রশিদ খান মুন্নুর সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার স্ত্রী হুরুন্নাহার মুন্নু ও বড় নাতি রাশিদ মাইমুনুল ইসলামও ছিলেন।

এদিকে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর রোগমুক্তির জন্য মানিকগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার জুমাবাদ হুরুন্নার জামে মসজিদে তার জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে সংসদ সদস্য হন। ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনেও এমপি ছিলেন মুন্নু। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দফতর দেয়া হয়নি।