Mon. Sep 22nd, 2025
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭: 10যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার পর মার্কিন কংগ্রেসের ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ নেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে শপথ করছি যে, আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অফিস পরিচালনা করব এবং আমার সামর্থ্যের সর্বোচ্চ ইচ্ছাশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখব, রক্ষা করব এবং মেনে চলব।’
এরপর ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেন। এতে তিনি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের কথা বলেন। নতুন রাস্তা, সেতু, অবকাঠামো নির্মাণের কথা বলেন এবং এগুলো নিজ দেশের জনশক্তি দিয়ে করার কথা জানান নতুন প্রেসিডেন্ট।
এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন ট্রাম্প। এরপর তিনি শপথবাক্য পাঠ করেন। শপথগ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প উদ্বোধনী ভাষণ দেন এবং তারপরেই হোয়াইট হাউসে প্যারেডের নেতৃত্ব দেন তিনি।
যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী দিনের শুরুতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া প্রেসিডেন্টদের সরকারি অতিথি ভবন ‘ব্লেয়ার হাউসে’ যান। সেখানে কিছু সময় কাটানোর পর একটি কালো রঙের গাড়িতে করে সস্ত্রীক হোয়াইট হাউসের কাছে চার্চে যান ট্রাম্প। এ সময় তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী তাঁদের সঙ্গে যোগ দেন।