Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭: 13পরবর্তী ফ্ল্যাগশিপ হ্যান্ডেসেট নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ডিভাইসটি নিয়ে গোপনে কাজ করলেও আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশের ক্ষেত্রে মুখে কুলূপ এঁটে রেখেছে প্রতিষ্ঠানটি।
তবে শাওমি কর্তৃপক্ষের এতো রাখঢাককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ফোনটির তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। ফাঁস হওয়া তথ্যমতে, মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে বাজারে আসছে শাওমি মি ৬। ওই সময় চীনের বাজারে আসবে ফোনটি।
ডিভাইসটি তিনটি সংস্করণে আসবে বলে জানা গেলেও বিকাশমান দেশগুলো কবে পাওয়া যাবে তা জানা যায়নি।

শাওমি মি ৬ ফ্ল্যাগশিপটিতে থাকবে ওলিড কিউএইচডি ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকাম এসওসি ও ৬৪ বিট অক্টাকোর স্ন্যাপড্রাগন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে থাকবে ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এর আরেকটি চমক ডুয়াল ক্যামেরা।
সম্প্রতি শাওমির পক্ষ থেকে মি ৬ ফোনটির তিনটি মডেলের সম্ভাব্য দামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মি ৬ প্রিমিয়ারের দাম পড়বে ৪৩৭ ডলার, স্ট্যান্ডার্ড সংস্করণটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৩৬৪ ডলার, আর ইয়ুথ সংস্করণটির দাম পড়বে ২৯৪ ডলার।