Mon. Sep 15th, 2025
Advertisements

14kখােলা বাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭: শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের ভিসা পেয়েছেন দুই পাকিস্তানি অভিনয়শিল্পী আদনান সিদ্দিকী এবং সাজাল আলি।
কাশ্মিরে ভারতীয় সেনাদের উপর পাকিস্তানি জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময়ের মধ্যে বিরাজ করছিল অচলাবস্থা। ভারতে কাজ করতে আসা পাকিস্তানি শিল্পীদের প্রাণনাশের হুমকি দেয় ভারতীয় এক উগ্রপন্থি সংগঠন। এরপর ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের হলমালিকেরা।
অনেকে ধরেই নিয়েছিল, এরপর থেকে ভারতে পাকিস্তানি শিল্পীরা কাজ করতে পারবেন না। তবে আদনান সিদ্দিকী এবং সাজাল আলির ভিসা পাওয়ার খবরে এবার আশার আলো দেখছেন সবাই।
পাকিস্তানি প্রযোজক মেহমুদ মানভিওয়ালা এবিষয়ে বলেন, “আশা করছি, এটা দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটাবে।”
‘মম’ সিনেমায় আদনান সিদ্দিকী অভিনয় করবেন শ্রীদেবীর স্বামীর চরিত্রে। আর সাজাল আলি অভিনয় করবেন তার মেয়ের চরিত্রে।