Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭: 94অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মিউজিক ভিডিওতে অভিনয়কালে বুকে গুলিবিদ্ধ হয়ে এক অভিনেতা প্রাণ হারিয়েছে।
ব্রিসবেন নগরীর একটি পানশালায় সোমবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত অভিনেতা জোহন অপনারের বয়স ২৮ বছর। তার বুকে গুলি লাগে।
প্রাথমিকভাবে একে ‘কর্মক্ষেত্রের দুর্ঘটনা’ হিসেবে মনে করা হলেও পুলিশ এ ব্যাপারে ফৌজদারি তদন্ত শুরু করেছে।
পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক টম আরমিট সাংবাদিকদের বলেন, ‘একটি দৃশ্যে অভিনেতারা কয়েকটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন। নিহত ব্যক্তি ওই দৃশ্যের একজন অভিনেতা।’

সিডনিভিত্তিক ব্যান্ড দল ‘ব্লিস এন এসো’ বেশ কয়েকটি গান দেশটিতে জনপ্রিয়। এ বছরের শেষ নাগাদ তাদের ষষ্ঠ অ্যালবাম বাজারে আসার কথা রয়েছে।