Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭:  65নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগে বিমুগ্ধ হয়েছে এলাকাবসী। তাদের টিফিনের টাকা নিজ প্রয়োজনে খরচ না করে গত কয়েক দিনের টাকা জমা করে তা ব্যয় করেছে অসহায় শীতার্ত মানুষের জন্য। বিরল এ দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা শুকটিগাছা কেডি উচ্চ বিদ্যায়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলিত মানবধিকার কর্মী স্বপন কুমার। অন্যান্যের মধ্যে শুকটিগাছা কেডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, ইউপি সদস্য আহসান হাবিব, সাংবাদিক মুজাহিদ খান প্রমুখ।
জানা যায়, ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা গত বেশ কিছুদিন পূর্বে উদ্যোগ নেয় তারা টিফিনের টাকা খরচ না করে প্রতিদিন ১০ টাকা ৫ টাকা করে জমা করবে। এ সিদ্ধান্তের আলোকে তারা কিছুদিনের মধ্যে ৪/৫ হাজার টাকা জমা করে। আর এ টাকা দিয়ে তারা কম্বল ক্রয় করে উপজেলার ব্রজপুর ঋষিপাড়ার দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করে।