Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭:  76উধাও হয়ে যাওয়া নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাসের সন্ধান মিললো অবশেষে। অনেক জল ঘোলা করে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি এলেন।
তিনি এখন ঢাকাতেই রয়েছেন। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র এ খবর নিশ্চিত করেছেন।
সেই সূত্রের হাত ধরেই কথা হয় অপুর সঙ্গে। তিনি জানালেন, ‘আমি ঢাকাতেই আছি। অনেকদিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গুছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করবো। তখন সবই জানাবে এতদিন কোথায় ছিলাম, কেন ছিলাম।’

তিনি বলেন, ‘আমাকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁতভাঙা জবাব পাওয়ার সময় হয়ে এসেছে। আমি মার্চ থেকে আবারো শুটিংয়ে ফিরবো।’
অপু আরো বলেন, ‘পাশাপাশি আমি ক্ষমা চাচ্ছি আমার এই অন্তর্ধানের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন। শিগগিরই দেখা হবে।’
এখন দেখার পালা, কবে প্রকাশ্যে দেখা দেন অপু বিশ্বাস। চলছে প্রতীক্ষা।