Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭:  78অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১৫ শতাংশ হার রেখেই ভ্যাট আইন বাস্তবায়ন হবে। আগামী বাজেটের আগেই এটি কার্যকর করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর) বিষয়টি নিয়ে কাজ করছে, আমিও ব্যবসায়ীদের নিয়ে আরেক বার বসবো।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড ন্যাশন এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভ্যাট ৭ শতাংশ করার দাবি জানিয়েছেন, আমি ১৫ শতাংশ করার পক্ষেই এখনো আছি। আশা করি ব্যবসায়ীরা এটা মেনে নেবে। আগে তারা অভ্যস্ত হোক, পরবর্তীতে ভিন্ন ভিন্ন হারে ভ্যাট নির্ধারণ করা হবে।

‘বছর শেষে রাজস্ব ঘাটতি হবে ৪০ হাজার কোটি টাকা’ গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এ তথ্যের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমাদের আট বছরের কখনো এমনটা হয়নি। এবারও হবে না, সিপিডির কি তথ্যে এটা বলেছে, আমি জানি না।