Sun. Sep 21st, 2025
Advertisements

22kখােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: নোয়াখালী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচিত মহিলা সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় নোয়াখালী জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ডা.এবিএম জাফর উল্যাহ’র সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খুরশিদ আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় সদস্যদের বক্তব্যে জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য এডভোকেট এটিএম মহিব উল্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব রাখেন।

এছাড়া, নব-নির্বাচিত সদস্য আজমলা আক্তার, আলা বক্স টিটু, নারগিস আক্তার নাজমা মোর্শেদ, মো.জহিরুল ইসলাম, মাসুদুর রহমান শিপন, হাজী আক্তার হোসেন, জিয়া উদ্দিন জিয়া, জিন্নাত রেহেনা, কোকিলা আক্তার সহ অন্যান্য সদস্যগণ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

প্রথম সভা শেষে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ডা.এবিএম জাফর উল্যাহ’কে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আবু তাহের, জেলা পরিষদ সদস্য এডভোকেট এটিএম মহিব উল্যা, মহিলা সদস্য আজমলা আক্তার, নারগিস আক্তার নাজমা মোর্শেদ, আলা বক্স টিটু, মাসুদুর রহমান শিপন সহ অন্যান্য সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।