Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭:  38রংপুর-ঢাকা রুটে দিবাকালীন অত্যাধুনিক আন্ত:নগর ট্রেন এবং চলমান ট্রেনসমূহে নতুন আধুনিক কোচ সংযোজন ও বন্ধ থাকা সকল ট্রেন চালুর দাবিতে রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়িক, ছাত্র-যুব সংগঠনসহ সর্বস্তরের মানুষকে নিয়ে
রংপুর রেল স্টেশন ঘেরাও, অবরোধ ও বিক্ষোভ সমাবেশসহ অন্যান্য কর্মসূচি পালন করে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ। কর্মসূচি সফল করার লক্ষে ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচারণা চালানো হয়েছে। পরিষদের আহ্বায়ক সাংবাদিক ওয়াদুদ আলী জানান, ইতি মধ্যে বিভিন্ন দেশ থেকে অনেকগুলো ট্রেনের অত্যাধুনিক কোচ এনে সারাদেশের বিভিন্ন জেলায় একধিক করে নতুন ট্রেন চালু করা হলেও বিভাগীয় নগরী রংপুরে কোন ট্রেন দেওয়া হয়নি। এ কারণে রংপুর জেলার প্রায় ২০ লাখ মানুষ হতাশ ও ক্ষুদ্ধ। এ অবস্থায় গতকাল বুধবার সকাল ৭ টায় লালমনিরহাট থেকে বিরলগামী কমিউটার ট্রেন এবং দিনাজপুর থেকে শান্তাহারগামী দোলনচাঁপা ট্রেন আটকের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু করে । এরপর আর কোন ট্রেন চলাচল করেনি । আন্তঃনগর ট্্েরন চালুর দাবীতে রংপুরে রেলষ্টেশন অবরোধ করে বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ । এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান এর সাথে মুফো ফোনে কথা হলে তিনি বলেন দিবাকালীন অত্যাধুনিক আন্ত:নগর ট্রেন চালু কারার কোন অর্থ নেই । তাই আমরা রেলষ্টেশন অবরোধ কারীদের সাথে কথা বলে ট্রেন চালু করার ব্যবস্থা করেছি ।