খােলা বাজার২৪, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭: ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান বলেছেন শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার সবচেয়ে গুরুত্ব প্রদান করে সুশিক্ষায় শিক্ষিত একটি জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষ মানব সম্পদ উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছে । ছাত্রছাত্রীদেকে লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ভ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম নিজেকে গড়ার পরিবর্তে জীবিকা নির্বাহের চিন্তায় মগ্ন হয়ে নিজেকে ধবংশ করে ফেলে। জীবিকা নির্বাহের চিন্তা করতে করতে জীবনে নেমে আসে হতাশা এতে করে তারা ান্ধকার জীবনের দিকে ধাবিত হয়। এ থেকে আমাদের সমাজের নতুন প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে হবে।
তিনি গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কালির বাজার স্কুল এন্ড কলেজের বাষিক ক্রীড়া প্রতিযোগীতাও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এসব কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রতন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ফজলে রাব্বী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, কাঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদুল ইসলাম ছোট্র। এর আগে প্রধান অতিথি কালির বাজার স্কুল এন্ড কলেজে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন কুচকাওয়াজ , শারীরিক প্রদর্শন ও সালাম গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় খলিলুর রহমান আরো বলেন খেলাদুলা সাংস্কৃতিক চর্চা আমাদের বাঙ্গালীর জাতির ঐতিহ্য রয়েছে। শত বর্ষের ঐতিহ্য বাহী এসকল সাংস্কৃতিকে আমাদের লালন করতে হবে।
বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। ১লা জানুয়ারী একযোগে বই বিতরনের বিষয় উল্লেখ করে তিনি বলেন এটি বর্তমান সরকারের এক অভাবনীয় সাফল্য। পৃথিবীর কোন দেশে একযোগে এত বই দেয়া নজির নেই।