Mon. Sep 15th, 2025
Advertisements

5kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: আলোচিত ‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লন্ডন’ ছবিটি আগামীকাল শুক্তবার (২৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা, শাহীন হলসহ দেশজুড়ে ৬০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তবে আগামীতে হল সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ছবির নির্মাতা তানিয়া আহমেদ।
এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘ফেয়ার এন্ড হ্যান্ডসাম- হ্যান্ডসাম দ্যা আলটিমেটম্যান’ খ্যাত ইরফান সাজ্জাদ ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। অন্যান্য চরিত্রে আছেন মীর সাব্বির, মিশু সাব্বির, তারিক আনাম খান প্রমুখ। ইরফান সাজ্জাদ বলেন, ‘শুক্রবার ছবিটি মুক্তি উপলক্ষে আমরা ঢাকার বিভিন্ন হলে যাবো। দর্শকদের প্রতিক্রিয়া জানবো। তাদের সঙ্গে বসে ছবি দেখবো। তবে পরবর্তীতে ঢাকার বাইরেও যাওয়ার ইচ্ছে আছে।’
এই ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। কিছুদিন আগে রোমান্টিক গল্প নির্ভর এই ছবির ট্রেলার, গান এবং পোস্টার প্রকাশ পেয়েছে। সেগুলো দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। দর্শকরা আশা প্রকাশ করছেন ভালোবাসা এমনই হয় ছবিটি মন্দার বাজারে সাড়া জাগাবে।