খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭:ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডিভাইসে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে ছবি সম্পাদনার অ্যাপ মাইটু। নিরাপত্তা গবেষকদের দাবি, আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি চীনা অ্যাপটি ব্যবহারকারীদের অবস্থানের তথ্যসহ আইপি ঠিকানা, ইউনিক ডিভাইস আইডেন্টিফাইয়ার নাম্বারসহ ফোনকলের তথ্যও সংগ্রহ করে থাকে।
শুধু তা-ই নয়, ডিভাইসে চলা অন্য অ্যাপে ব্যবহার করা বিভিন্ন তথ্যও হাতিয়ে নেয়। ডাউনলোডের সময় বিভিন্ন শর্তের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করে থাকে অ্যাপটি। ফলে ব্যবহারকারীদের অজান্তেই তাদের গোপনীয় বিভিন্ন তথ্য চলে যাচ্ছে মাইটুর কাছে। তবে নিরাপত্তা গবেষকদের অভিযোগ অস্বীকার করে মাইটু কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের পরিচয় সুরক্ষার পাশাপাশি গ্রাহকসেবার মান বাড়াতেই এসব তথ্য সংগ্রহ করা হয়।