Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭:আইওএস, অ্যানড্রয়েডসহ সব ব্যবহারকারীর জন্য বিনা মূল্যে গ্রুপ চ্যাট ও ভয়েস মেইল অনুবাদ সেবা চালু করেছে গুগল ভয়েস। নতুন এই সেবা কাজে লাগিয়ে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে ভয়েস মেইল ও ছবি বিনিময়ের পাশাপাশি গ্রুপ চ্যাট করা যাবে।
এত দিন শুধু গুগলের হ্যাংআউটস অ্যাপ কাজে লাগিয়ে গ্রুপ চ্যাট করার সুযোগ পেতেন গুগল ভয়েস ব্যবহারকারীরা। ভয়েস মেইল অনুবাদ সেবার আওতায় প্রাথমিকভাবে শুধু স্প্যানিশ ভাষায় অনুবাদ করার সুযোগ মিলবে। এসব সেবা চালুর জন্য তথ্য ব্যবস্থাপনায় বেশ বড় ধরনের পরিবর্তনও আনা হয়েছে গুগল ভয়েসে। নতুন এই পরিবর্তনে ইনবক্সে আসা বিভিন্ন বার্তা থেকে ভয়েস মেইল বা কল আলাদাভাবে প্রদর্শন করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় তথ্যগুলো দেখার সুযোগ পাবেন।