Tue. Sep 16th, 2025
Advertisements

18kখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭: বস্ত্র খাতের প্যাসিফিক ডেনিমস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৭৫ কোটি টাকা উত্তোলনের পর শেয়ার বণ্টন ও সব প্রক্রিয়া শেষ করেছে কম্পানিটি। ইলেকট্রনিকস শেয়ার রক্ষণাবেক্ষণকারী সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে (সিডিবিএল) শেয়ার জমা হওয়ার পরই লেনদেন শুরু হবে। গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় তালিকাভুক্তির অনুমোদন পায়।
অভিহিত মূল্যে ১০ টাকায় সাত কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে প্যাসিফিক ডেনিমস। পুঁজিবাজার থেকে উত্তোলিত ৭৫ কোটি টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ (পূর্ত নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়), ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ায় খরচের হিসাব দেখানো হয়। ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএফসি ক্যাপিটাল।
আর্থিক হিসাব অনুযায়ী, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের শেয়ারপ্রতি আয় ২.৬৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২.৫৯ টাকা।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি কম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করা হয়।