Wed. Sep 17th, 2025
Advertisements

14kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: বেক্সিটের সমর্থনে একটি বিলের পক্ষে ভোট দিতে বলায় যুক্তরাজ্যের ছায়া মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন লেবার পার্টির বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর জন্য ওই বিলটি আনা হয়। খবর বিবিসির।
সেই বিলটিকে সমর্থন করার জন্য এমপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। কিন্তু বিলের পক্ষে সমর্থন দিতে না পেরে তিনি ছায়া মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

টিউলিপ জানান, তিনি সামনের সারির নেতাদের সঙ্গে একাত্মতাবোধ করতে পারছেন না। জেরেমি করবিনের কাছে লেখা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়টি তার নির্বাচনীয় এলাকায় বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন ইউনিয়ন ছেড়ে আসার বিষয়টি সম্ভাব্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে।
ব্রিটেনে পার্টির অতি গুরুত্বপূর্ণ নির্দেশনার সঙ্গে একমত না হতে পারলে পার্লামেন্টে দলের সামনের সারির নেতারা তাদের পদ থেকে সরে দাঁড়ানোর রীতি রয়েছে।
২০১৫ সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ লেবার পার্টির এমপি নির্বাচিত হন।