Tue. Sep 16th, 2025
Advertisements

30kখােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: আজ থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক হ্যাকাথন প্রতিযোগিতা ‘স্পেস অ্যাপস নেক্সট জেন’। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা চলবে টানা ৩৬ ঘণ্টা।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠেয় মহাকাশ প্রযুক্তিনির্ভর এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগী প্রতিষ্ঠান ‘সেকেন্ড মিউজ’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান ও আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ।
প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান জানান, প্রতিযোগিতার চূড়ান্ত আসরে সারা দেশ থেকে জমা হওয়া ১০০টি প্রকল্পের মধ্যে সেরা ৪০টি প্রকল্প নিয়ে অংশ নেবে শিক্ষার্থীরা। তিন বিভাগে বিভক্ত এ প্রতিযোগিতায় সনদ ও পুরস্কার পাওয়ার পাশাপাশি প্রতিটি বিভাগের বিজয়ীরাই পরবর্তী সময় আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ারও সুযোগ পাবে।