Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭: 44ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গত বৃহস্পতিবার সকালে দিনাজপুরের হিলি চেকপোস্টের শুণ্য আঙিনায় হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান মোল্লার হাতে মিষ্টির ৬টি প্যাকেট তুলে দেন ভারতীয় বিএসএফ।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান মোল্লা জানান, ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের পক্ষ থেকে হিলি চেকপোস্টে গেটে বিএসএফের হিলি ক্যাম্পের ইন্সপেক্টর জামিল বাদশা বিজিবির কর্মকর্তা ও সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান। এরপর তিনি মিষ্টির ৬টি প্যাকেট তুলে দেন। এ সময় বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসএফের ইন্সপেক্টর জামিল বাদশা জানান, উভয় সীমান্তরক্ষী সদস্যদের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই মিষ্টি বিনিময় করা হয়েছে।